মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রতিদিনই উত্তেজনা কাজ করতো ক্যাটরিনার!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৫ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নিজের রুপে মুগ্ধতা ছড়িয়েছেন বলি পাড়ায়। আর পরিচালকদের নায়িকা পছন্দের তালিকা থেকে তার নামটিও বাদ যায় না। 

এদিকে, সম্প্রতি ক্যাটরিনাত কাইফ এবং সালমান অভিনীত ‘ভারত’ ছবির শুটিং শেষ হয়েছে। ছবির শুটিং শেষ করে ভারতীয় গণমাধ্যমে ছবিতে নিজের চরিত্র এবং অভিজ্ঞতার কথা জানান বলিউডের এই লাস্যময়ী। 

 

তিনি বলেন, ‘ভারত’ ছবিতে যে চরিত্রে অভিনয় করেছেন সেটি তার ক্যারিয়ারের সবচেয়ে ভাল একটি চরিত্র। এ ছবিতে কাজ করার সময় আমি সবসমই ক্যারেকটারের মধ্যেই ছিলাম। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ এবং উত্তেজনা নিয়ে কাজ করতাম। আমি সত্যিই এটি নিয়ে খুবই আশাবাদী এবং সবাই এটি দেখাবে বলে আশা করছি।

এছাড়া পরিচালক আলী আব্বাস জাফরের প্রশংসা করে অভিনেত্রী বলেন, আমি তার সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। এছাড়া তিনি আমার প্রিয় বন্ধুদের মধ্যে একজন। আমি আশা করি আগামী বছরগুলোতে আলি আব্বাস ইন্ড্রাস্ট্রির অন্যতম সফল পরিচালক হবেন। কেননা তার মধ্যে এক ব্যতিক্রমী প্রতিভা আছে। আমি তার জন্য গর্বিত।

এর আগে জানুয়ারীর ২৪ তারিখে ছবিটির এক মিনিটের ২৬ সেকেন্ডের একটি টিজার মুক্তি পেয়েছিলো। সবকিছু ঠিক থাকলে ‘ভারত’ ছবিটি আসছে ঈদে মুক্তি পাবে।