মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

তাহলে কি আত্মহত্যার নাটক করলেন পিজে হেলেন?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৬ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

শোবিজের উঠতি মডেল-অভিনেত্রী পিজে হেলেন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাত ১১টার সময় একটি পোষ্ট করেন। সেখানে তিনি লিখেছেন, কিছুক্ষণের মধ্যে লাইভে আসছি। এটাই হয়তো শেষ। আমাকে ক্ষমা করে দিয়েন কারো মনে কষ্ট দিয়ে থাকলে।

 

হেলেনের এমন স্ট্যাটাস দেয়ার ঠিক ৬ মিনিট পরেই তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো একটি ছবি পোস্ট করেন। তার এমন পোষ্টে সবাই অবাক। সবার মনে প্রশ্ন, তাহলে কি পিজে হেলেন আত্মহত্যা করলেন।

 

 

পিজে হেলেন ফেসবুক থেকে সংগৃহীত

এমন ঘটনার পর হেলেনের ফোনে কল দেয়া হলে বন্ধ পাওয়া গেছে। তবে তার স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওড়না পেঁছানো ছবি সহ স্ট্যাটাসটি সড়িয়েও ফেলা হয়েছে।

প্রসঙ্গত, হেলেন তানজীব সরোয়ারের দিল আমার কিছু বোঝেনা গানটি দিয়ে পরিচিতি লাভ করেন। বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য বিজ্ঞাপনের মধ্যে রয়েছে প্রাণ পিকেল, ইস্পাহানি চা, অলিম্পিক টুইংকেল বিস্কুট, মোজো, সহজ ডটকম, আরএফএল ফ্রেসকো কনটেইনার, আরএফএল টিউবওয়েল। 

 

এছাড়া বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে ঢালিউডে পা রাখেন ‘গেম রিটার্নস’ সিনেমার নায়িকা হিসেবে। এ ছবির পোস্টারেও তার ছবি ছিল। কিন্তু পরবর্তীতে হঠাৎ করেই ওই সিনেমা থেকে সরে যান হেলেন।