শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

আগুন নেভাতে গুলশান লেক থেকে পানি নেয়া হচ্ছে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৯ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের আগুন নেভানোর জন্য পাম্পের সাহায্যে গুলশান লেক থেকে পানি নেয়া হচ্ছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

এছাড়া উৎসক জনতার ভিড়ের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

 

শনিবার ভোর পৌনে ৬টার আগুন লেগেছে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে। কাঁচাবাজারের ভেতরে একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন। 

প্রাথমিকভাবে জানা গেছে, ডিএনসিসি মার্কেটের কাঁচা ও সুপার মার্কেটে মূল আগুনের সূত্রপাত হয়। পরে চারিদিকে অতিরিক্ত ধোয়া ছড়িয়ে পড়ে। এছাড়া পাশের গুলশান শপিং সেন্টারেও আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচতে আশেপাশের মার্কেটের দোকানিরা তাদের মালামাল সরিয়ে নিচ্ছেন।

ঘটনাস্থলে এসেছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

এদিকে উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী। প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজার থেকে আগুনের সূত্রপাত। আগুন ছড়িয়ে পড়েছে গুলশান শপিং সেন্টারেও। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে স্থানীয়রাও উদ্ধার কাজে সহায়তা করছে।

 

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেসময় মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়। ২০১৭ সালে আগুনের ঘটনার পর পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি মার্কেট কর্তৃপক্ষ। এমন অভিযোগ করেন আশপাশের লোকজন। তবে আজ ভোরবেলা আগুন লাগার খবর পেয়ে দুই মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট চলে আসে। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে রাস্তা ফাঁকা ছিল। তাই দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। এ জন্য ডিএনসিসির সুপার মার্কেট অংশে আগুন ছড়ায়নি।