নিরাপদ ভবন নির্মাণনীতি প্রণয়নের আহ্বান ইইউর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪১ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার
রাজধানী বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি শোক প্রকাশ করে নিরাপদ ভবন নির্মাণনীতি প্রণয়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
শুক্রবার ঢাকার ইইউ মিশন থেকে এক বার্তায় এ আহ্বান জানানো হয়।
ইইউর বার্তায় বলা হয়েছে, ‘ইইউ কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশের প্রতি গুরুত্ব দেয়। বাংলাদেশের তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ নিরাপদ করতে ইইউ ২০১৩ সাল থেকে সরকারের সঙ্গে কাজ করছে।’
বার্তায় আরো বলা হয়, ‘অর্থনৈতিক খাতের সব ক্ষেত্রেগুলোর কর্মপরিবেশ নিরাপদ করতে তৈরি পোশাক খাতের মতো নিরাপদ কর্মপরিবেশের নীতি প্রণয়ন জরুরি। বিশেষ করে ভবন নির্মাণ সংক্রান্ত নিরাপদ নীতি প্রণয়ন করা।’
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে ৯ তলায় আগুনের ঘটনা ঘটে। এতে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশের গুলশান জোন।
