বেকারদের মাঝে বাইক বিতরণ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪০ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার
বেসরকারি এনজিও লিডাশীপ অরগানাইজেশন অফ ট্রেনিং এন্ড ইউনাইটেড সোসাইটি (এলওটিএউএস) এর দশম বর্ষে পদার্পণ উপলক্ষে পুনর্মিলনী ও আলোচনা অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সকাল ১১টায় এ পুনর্মিলনী ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এরইমধ্যে এ প্রকল্পের অধীনে প্রায় ১০০ জন বেকারকে বাইক প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থান করা হয়েছে। ‘তুমি চললে বাংলাদেশ চলে’ প্রকল্পে প্রথমে বেকার যুবকদের মোটরসাইকেল প্রশিক্ষণ প্রদান করা হয় এবং পরবর্তীতে তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান ‘রান বাংলাদেশ’র সহযোগিতায় তাদেরকে মোটরসাইকেল প্রদান করে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে আয়ের সুযোগ সৃষ্টি করা হয়।
এসময় প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সমাপনী সার্টিফিকেট দেয়া হয়। এর পর নতুন ৩০ জন সদস্যের মাঝে বাইক প্রদান করা হয় এবং বেস্ট পারফর্মার হিসেবে ৫ জন রাইডারকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডঃ মুহাম্মাদ ইউসুফ ইবনে হুসাইন, ‘রান বাংলাদেশ’র চেয়ারম্যান ড.আহসান উদ্দিন চৌধুরী ও লোটাসের প্রশাসনিক কর্মকর্তাগণ এবং লোটাসের সদস্যগণ, প্রশিক্ষণার্থী।
