শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

বনানী অগ্নিকাণ্ড

এফ আর টাওয়ারকে বিপজ্জনক ঘোষণা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩১ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধ্বস্ত বনানীর এফ আর টাওয়ারকে বিপজ্জনক হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ভবনের সামনে এ সংক্রান্ত সতর্কতামূলক নোটিশও টানিয়ে দেয়া হয়েছে (ডিএনসিসি)পক্ষ থেকে।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ভবনটিকে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে এর আশপাশে জনসাধারণের চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে শুক্রবার সকালে ঘটনাস্থান পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, এফ আর টাওয়ারের আশেপাশে যে বিল্ডিংগুলো আছে, আগামী ১০ দিনের মধ্যে সে সব বহুতল ভবনের ফায়ার এবং বিল্ডিং সেফটির কাগজপত্র জমা দিতে হবে।

এছাড়া সকালে ঘটনাস্থানে এসে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, বুয়েটের অ্যাসেসমেন্ট বা ছাড়পত্র ছাড়া এফ আর টাওয়ার ব্যবহারের অনুমতি দেয়া হবে না।

এদিকে, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটিতে এখনো তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনা সদস্যরা।