বহুতল ভবনের কাগজপত্র জমা দেয়ার নির্দেশ মেয়রের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
রাজধানীর ভবন মালিকদের ১০ দিনের মধ্যে সিটি কর্পোরেশনে বহুতল ভবনের অনুমোদন, নকশা, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির অনুমোদনের কাগজ জমা দিতে নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
শুক্রবার এফ আর টাওয়ার পরিদর্শনে এসে তিনি এসব বলেন।
মেয়র বলেন, কাগজপত্রগুলো দেখে আমরা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেব। এছাড়াও আমাদের ম্যাজিস্ট্রেট ভবনেগুলোতে যাবেন। পরিস্থিতি দেখে প্রতিবেদন দেবেন আর সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
এসময় মেয়র বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর এখন আর কথা বলার সময় নেই এখন শুধু অ্যাকশনের সময় বলে মন্তব্য করেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, সব সংস্থাকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। এই ভবন ১৮ তলার অনুমোদন নিয়ে কিভাবে ২২ তলা হল সেগুলো আমরা দেখব। এই অনিয়ম মেনে নেয়া যেতে পারে না।
তিনি আরো বলেন, আমাদের যেসব ভাই-বোন এসব অফিসে চাকরি করেন তাদের নিরাপত্তার দায়িত্ব অফিস ও ভবণ মালিকদেরও রয়েছে। তারাও এই দায় এড়াতে পারেন না। আর আপনারা যারা চাকরি করেন, তাদের প্রতি অনুরোধ যে, অফিসে প্রবেশের পূর্বে আপনারা দেখুন যে, আপনার অফিসের বিল্ডিং সেফটি, ফায়ার সেফটি আছে কি না। যদি না থাকে তাহলে অফিসে প্রবেশ করবেন না। অথবা আমাদের জানান।
এসময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর এফ আর টাওয়ারের নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনী এবং পুলিশ, র্যাব, রেড ক্রিসেন্টসহ অন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধারের কাজে সহায়তা করে। এ ঘটনায় ২৫ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছেন।
