শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই ব্যবস্থা: ডিএমপি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে ছয় সদস্যের একটি তদন্ত কমিট গঠন করা হয়েছে। অন্যদিকে রাজউকের পক্ষ থেকেও একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার এফ আর টাওয়ার পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

 

তিনি বলেন, এফ আর টাওয়ার নির্মাণের সময় ভবন মালিকসহ সংশ্লিষ্ট যে কেউ অপরাধ করলে তাদের শাস্তি পেতে হবে।

আছাদুজ্জামান মিয়া বলেন, ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো তল্লাশি করছেন। তাদের সমস্ত তল্লাশি শেষে পুলিশের কাছে ভবন হস্তান্তর করবে। তখন আমাদের ২২টি টিম ২২টি ফ্লোরে কাজ করবে। ভবনের অফিস মালিকদের সঙ্গে নিয়ে ভবনে প্রবেশ করবেন তারা। সবার নিজ নিজ অফিসে গিয়ে তাদের সব কিছু চেক করা হবে। এরইমধ্যে ভবনের মালিক এবং ভবনের কোথায় কি ছিল, সবকিছু চিহ্নিত করা হয়েছে। পরবর্তীতে সেগুলো মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হবে

অগ্নিকাণ্ডের বিষয়ে মামলার বিষয়ে তিনি বলেন, পুলিশ অবশ্যই মামলা করবে। এরই মধ্যে ভবনের মালিককেও চিহ্নিত করা হয়েছে।অপমৃত্যু না, আইনের যথাযথ ধারায় মামলা করা হবে। বিল্ডিংয়ের নির্মাণ থেকে শুরু করে সবকিছু ঠিক ছিল না, তা দেখে-বুঝে মামলা করা হবে।

তিনি বলেন, ‘নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তির কিছু নেই। কাল রাতে ফায়ার সার্ভিস নিহত ১৯ বলে জানিয়েছিল। পরে ভবন সার্চ করে  ভেতর থেকে আরো ছয়টি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। যেহেতু ফায়ারম্যান ছাড়া ভবনে আর কারো যাওয়া অনুমতি নেই, তাই ফায়ার সার্ভিসের তথ্যের ওপরই আমাদের নির্ভর করতে হচ্ছে। শুক্রবার সকালে ভবনের সব ফ্লোর তল্লাশি করে তারাও নিশ্চিত করেছে, ভয়াবহ আগুনে ২৫ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জনের পরিচয় সনাক্তের পর, স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।