নারকেল দুধে সুস্বাদু `লতি চিংড়ি`
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার

লতি বিভিন্নভাবে খাওয়া যায়। তবে চিংড়ি ও নারকেল দুধের সঙ্গে এর স্বাদ যেন বেড়ে দ্বিগুণ হয়ে যায়। দেশি খাবারের মধ্যে লতি চিংড়ি অন্যতম। বাজারে কচুর লতি বেশ সহজলভ্য। আবার অনেকেরই পছন্দের ও পুষ্টিকর বলে প্রায় প্রতিদিনই খাবারের তালিকায় এর জায়গা হয়। চলুন তবে আজ দেখে নেয়া যাক ভিন্ন স্বাদের নারকেল দুধে লতি চিংড়ির রেসিপিটি-
উপকরণ: কচুর লতি ৫০০ গ্রাম, চিংড়ি ২৫০ গ্রাম, নারকেল দুধ ১ কাপ, আদাবাটা ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ সামান্য, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, সরিষার তেল আধা কাপ, কাঁচামরিচ ৪ থেকে ৫টি।
প্রণালী: লতি ছোট করে কেটে একটু ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইয়ের তেল গরম হয়ে এলে পেঁয়াজ দিন, সোনালি রং হলে একে একে সব মসলা দিয়ে কষিয়ে নিন। এবার লতি দিয়ে কষিয়ে নারকেল দুধ দিয়ে ঢেকে রাখুন। কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ দমে রেখে তেল উঠে মাখা মাখা হলে নামিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার নারকেল দুধে সুস্বাদু লতি চিংড়ি।