গরমে আরাম পেতে স্টাইলিশ ৪ খোপা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার

গরমে চুল নিয়ে নারীদের বেশ বোগান্তি পোহাতে হয়। এসময় চুল ছেড়ে রাখাটা বেশ ঝক্কি-ঝামেলার। আবার চুল স্টাইল করে বাঁধতে গেলেও সময় প্রয়োজন। কর্মজীবি অথবা ছাত্রীদের এত সময়ই বা কোথায়! গরমের যন্ত্রণায় এজন্য বদলে ফেলেছেন পোশাক, বদলে ফেলেছেন পছন্দের মেকআপ এমনকি বদলে ফেলেছেন নিজের ফ্যাশন স্ট্যাইলটি। এত কিছু পরিবর্তন করার পরও গরমের হাত থেকে মেলে না রেহাই। বিশেষ করে যারা ঘরে বাইরে কাজ করেন, তাদের সকাল থেকে শুরু হয়ে যায় ছুটাছুটি। এত ব্যস্ততার মধ্যে চুলটি ঠিকমত বাঁধার সময় পান না অনেকেই।
একটি হাত খোঁপা অথবা পনিটেল বেনী করে ছুটে যান কর্মস্থলে। আবার অনেকেই এই গরমে চুল আঁচড়ানোর ঝামেলা এড়াতে ছোট করে ফেলেন চুল। এমন কোন হেয়ার স্টাইল হলে কেমন হয় বলুন তো, যা কম সময়ে দ্রুত করা যাবে। আবার এই গরমে আরামও দেবে। দারুন তাই না? এমনি ৪টি খোঁপার সাথে পরিচয় করিয়ে দিব আজ আপনাদের। এই ৪টি খোঁপা করতে খুব বেশি সময় লাগেনা। গরমে আরাম দেয়ার পাশাপাশি আপনাকে দিবে স্টাইলিশ লুক।
শুধু কি অফিস? একদমই না, এই খোঁপা বাঁধতে পারেন যেকোনো অনুষ্ঠানে। খোঁপার সঙ্গে জুড়ে দিতে পারেন পছন্দের কোন ফুল। চরূন তবে দেখে নেয়া যাক স্টাইলিশ ৪টি খোঁপা কীভাবে বাঁধবেন-