এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে কেউ নিখোঁজ নেই: পুলিশ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
ঢাকার বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ নিখোঁজ নেই জানিয়ে গুলশান জোনের উপ-কমিশনার (ডিসি) মুশতাক আহমেদ বলেছেন, এখন পর্যন্ত ২৫ জনের লাশ পাওয়া গেছে। তাদের মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। ২৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে একজনকে শনাক্ত করা যায়নি। তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
শুক্রবার সকালে ঘটনাস্থলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মুশতাক আহমেদ বলেন, ক্ষতিগ্রস্ত ভবনের সামনে যানবাহন ও লোবজনের চলাচল সীমিত করে দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে ভবনটির কাচ ভেঙে গেছে, যা থেকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে মানুষ ও যান চলাচল সীমিত করা হয়েছে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধার অভিযান শেষ হলেই রাস্তাটি মানুষ ও যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
নিরাপত্তার কারণে ভবনের প্রতিটি তলায় পুলিশ সদস্য রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর ৩২ নম্বর এফ আর টাওয়ারে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে ২২ তলাবিশিষ্ট ওই ভবনের কয়েকটি তলায়।
প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সশস্ত্র বাহিনীর সদস্য ও বিমানবাহিনীর পাঁচটি হেলিকপ্টার ব্যবহার করা হয়। ভবনটির ছাদে আটকে পড়া অনেককে উদ্ধার করে বিমানবাহিনীর হেলিকপ্টার। এ ছাড়া অগ্নিনির্বাপণে হেলিকপ্টার থেকে ভবনটিতে পানিও ফেলা হয়।
এফ আর টাওয়ারের আগুনে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এতে আহত ও দগ্ধ হয়েছেন অন্তত ৭০ জন।
