বরের বদলে পুলিশ হাজির
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৯ পিএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
বিয়ে বাড়িতে ধুমধাম আয়োজন হয়েছে। চলছে হুইহুল্লোড়। কিছুক্ষণ পর বর আসবেন। এসময় বরের পরিবর্তে হাজির হয় পুলিশ। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়েটি বন্ধ করা হয়।
বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ ধর্মপাশার পাইকুরাটি ইউপির নওধার দক্ষিণপাড়ায় ঘটনাটি ঘটেছে।
ধর্মপাশা থানার এসআই রোকনুজ্জামান বলেন, দক্ষিণপাড়ায় এক কিশোরীর সঙ্গে একই গ্রামের যু্বক শরীফ আহমেদের বিয়ের দিন নির্ধারিত ছিল। গোপন তথ্যে ওসির নির্দেশে ঔই বাড়িতে গিয়ে বাল্যবিয়ের সত্যতা পাই। জন্মসনদে মেয়ের বয়স ১৭ বছর ৯ মাস দেখা যায়। তবে তার আসল বয়স ১৫ বছর।
পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, চাকরির কথা বলে মেয়েটির জন্মনিবন্ধন সনদ নেয়া হয়। মানবিক কারণে বিস্তারিত না জেনে সনদটি দিয়েছি।
