পাহাড়ে ‘বর্ষবরণ উৎসব’ হবে না এবছর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৮ পিএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
মারমা আদিবাসীদের বর্ষবরণের উৎসব সাংগ্রাই। খেযাং, খুমি, চাক'রাও এ উৎসব পালন করে থাকে। তবে এ বছর উৎসবটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনটির সাধারণ মংউচিং মারমা। এতে জানানো হয়, ‘রাঙামাটি জেলার সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় মাসস এ সিদ্ধান্ত নিয়েছে।’
প্রতি বছর ১৫ এপ্রিল থেকে মারমাদের এ অনুষ্ঠান শুরু হয়ে থাকে। উৎসবে যুবক-যুবতীরা একে অপরের প্রতি জল ছিটান। পানিকে পবিত্রতার প্রতীক মেনে মারমা তরুণ-তরুণীরা পানি ছিটিয়ে নিজেদের শুদ্ধ করে নেন। পাহাড়ের প্রতিটি পাড়ায় পাড়ায় চলে পানি খেলা বা জলকেলি উৎসব। কিশোর-কিশোরী, তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সের মানুষ এই খেলায় মেতে উঠেন।
