মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

দর্শকদের সঙ্গে আড্ডা দেবেন পপি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৮ এএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। দুই দশকের অভিনয় ক্যারিয়ারে এখনো সমানতালে জনপ্রিয়। সমসাময়িক অনেকেই চলচ্চিত্র থেকে দূরে থাকলেও এখনো নায়িকা হিসেবেই গ্ল্যামার ধরে রেখেছেন তিনি। নিজের অভিনয়, লুক সব মিলিয়ে নিজেকে বেশ গুছিয়ে চলছেন। দীর্ঘ অভিনয়ের পথচলায় স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

তাইতো তার ভক্তের সংখ্যাও কম নয়। আর ভক্তরা চান সরাসরি পপির সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে। কিন্তু সেই সুযোগ তেমন একটা হয়ে ওঠে না। এবার এলো সেই সুবর্ণ সুযোগ। জনপ্রিয় এ তারকার সঙ্গে মুঠোফোনে কথা বলতে, আড্ডা দিতে ও তাকে কোনো প্রশ্ন করার থাকলে, সেটিও জানা যাবে তার কাছ থেকেই। 

 

আগামী ৩০ মার্চ রাত ৮টায় যেকোনো রবি এবং এয়ারটেল নাম্বার থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই পপির সঙ্গে কথা বলা যাবে।

এ বিষয়ে পপি বলেন, রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট দর্শকদের সঙ্গে আড্ডা দেওয়ার দারুণ একটা সুযোগ করে দিয়েছে। শনিবার রাত ঠিক ৮টায় আমি থাকছি রবি স্টার জোনদ সার্ভিসে, থাকব শুধু আপনাদের সঙ্গে আড্ডা দিতে। রবি স্টার জোন সার্ভিসে আমাকে শুনতে ভুলবেন না কিন্তু। আমি থাকব আপনাদের অপেক্ষায়।

এদিকে প্রিয় অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে দর্শকের সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট।