পাঁচ উপজেলার নির্বাচন স্থগিত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১১ এএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
চতুর্থ ধাপের নির্ধারিত পাঁচ উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয়া হয়।
এদিন ইসি সচিবালয়ের উপসচিব আতিয়ার রহমান ডেইলি বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থগিত করা উপজেলা হল- ময়মনসিংহের ত্রিশাল, পিরোজপুরের মঠবাড়িয়া, কুমিল্লার বরুড়া, ফেনীর ছাগলনাইয়া ও খুলনার ডুমুরিয়া।
এদিকে ভোটগ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় মঠবাড়িয়ার নির্বাচন স্থগিত করেছে ইসি। আর আদালতের নির্দেশে বাকি চার উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে।
জানা যায়, প্রথম ধাপে স্থগিত হয়ে যাওয়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। ওই দিন ১২৩ উপজেলায় ভোটগ্রহণ হবে।
