এএফএমসি’র কমান্ড্যান্টের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৫ এএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এফএমসি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এইচ ই সোনাম টবডেন রাবগী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার এফএমসি প্রধানের অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠান হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে বিকেলে এ তথ্য জানানো হয়।
সাক্ষাতের সময় ভুটানের রাষ্ট্রদূত আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে ভুটানি শিক্ষার্থী ভর্তির কোটা বাড়ানোর অনুরোধ করেন। এ সময় এফএমসি কমান্ড্যান্ট বলেন, অন্যান্য রাষ্ট্রের (ইউএসএ, ইউকে) শিক্ষার্থী কম ভর্তি হলে এ ক্ষেত্রে শূন্য আসনে ভুটান আরো বেশি ছাত্র-ছাত্রী ভর্তি করার সম্ভাবনা হতে পারে।
রাষ্ট্রদূত জানান, আগামী এপ্রিল মাসে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবেন ও বাংলাদেশ থেকে আরো বেশি বিশেষজ্ঞ চিকিৎসক ভুটানে প্রেরণের বিষয়ে আলোচনা করবেন বলে আশা হচ্ছে। এছাড়া, ২০১৪ সালের ন্যায় ভুটানের থিম্পুতে রেফারেল হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যসেবা পরিদর্শনের জন্য এএফএমসি প্রতিনিধি দল পাঠনোর বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।
