শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

দুর্ঘটনা রোধে সবাইকে সজাগ হতে হবে: হানিফ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১১ এএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার

দুর্ঘটনা রোধে সবাইকে সজাগ হতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

বৃহস্পতিবার রাতে কুর্মিটোলা হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানও ছিলেন।

 

এ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সরকার ৯ সদস্যের কমিটি গঠন করেছে বলে জানান প্রতিমন্ত্রী। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমানকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।কমিটিতে মন্ত্রণালয়ের আরো একজন অতিরিক্ত সচিব, পুলিশ, রাজউক, ফায়ার সার্ভিস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা জেলা প্রশাসন, বুয়েট ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন করে সদস্য রাখা হয়েছে।

সাতদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এ সময় হানিফ বলেন, বিদ্যমান আইন-বিধি অনুসরণ করে বিল্ডিং কোড মেনে কাজ করতে হবে।

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের দেড় মাস না গড়াতেই বনানীর ২২ তলা ভবন ফারুক-রূপায়ন টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটে।

রাতে আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। এতে আহত হয়েছেন অর্ধ শতাধিক।