মোটা হওয়ার রহস্য
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

বেশিরভাগ মানুষই মুটিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন! শারীরিক কসরতের পাশপাশি বিভিন্ন ডায়েটের মধ্যে ঢুবে থাকেন অনেকেই যেন ওজন নিয়ন্ত্রণে থাকে। কিন্তু ভেবে দেখেছেন কি? মানুষ কেন মোটা হয়? ব্রিটেনের একদল বিজ্ঞানী বলছেন, খাবার বা নিত্যদিনের জীবনধারার চেয়ে শরীরের ওজনের মাত্রা অনেকটাই নির্ভর করে সুনির্দিষ্ট এক ধরনের জ্বীনের ওপর। বিজ্ঞানীরা বলছেন, গবেষণায় হাল্কা-পাতলা দেহের মানুষদের শরীরে তারা "লাকি" এক সেট জীনের উপস্থিতি খুঁজে পেয়েছেন।
শরীরের ওজন বাড়া-কমা নিয়ে গত কয়েক দশকে অনেক গবেষণা হয়েছে। দেখা গেছে, কিছু বিশেষ জ্বীন এবং সেগুলোর পরিবর্তনের কারণে মানুষের ওজন বেড়ে যায়। কিন্তু মোটা হওয়ার কারণ নিয়ে যত গবেষণা হয়েছে, সে তুলনায় কেন কিছু মানুষ অনেক খাওয়া-দাওয়া করে, ঘুমিয়েও হাল্কা-পাতলা রয়ে যায় তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা কমই হয়েছে। এই প্রথম ব্রিটেনে হাল্কা-পাতলা থাকার রহস্য ভেদের বড়-সড়সড় চেষ্টা হলো।
১৬০০ হাল্কা-পাতলা কিন্তু পুরোপুরি সুস্থ মানুষের ডিএনএ নমুনার সঙ্গে ২ হাজার মোটা মানুষ এবং ১০ হাজার ৪০০ স্বাভাবিক ওজনের মানুষের ডিএনএ নমুনার তুলনা করা হয়েছে এই গবেষণায়। তাদের নিত্যদিনের জীবন-যাপনও বিবেচনায় নেয়া হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, যেসব জ্বীনের প্রভাবে মানুষের ওজন বেড়ে যায় হাল্কা-পাতলা মানুষের শরীরে সেসব জ্বীনের সংখ্যা কম। শুধু কমই নয়, সেসব জ্বীনের পরিবর্তনের ধরণও ভিন্ন।