মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

কাজের সময় গান শোনার উপকারিতা!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

কাজের পাশাপাশি গান না শুনলে হয়তো অনেকেরই কাজে মন বসে না! কেউ কেউ গান শুনে কাজের ক্ষেত্রে প্রেরণা পান, কারো আবার কাজের মনোযোগ বাড়াতে সাহায্য করে গান। আবার এমন অনেকে আছেন যারা মনে করেন কাজের সময় গান শুনলে মনোযোগের ঘাটতি হয় এবং কাজ ক্ষতিগ্রস্ত হয়। কিছু গবেষণা বলছে, কাজের সময় গান শুনলে সেটা কাজের জন্য ভাল হয়। তবে কী ধরনের কাজ করছেন তার উপর এটা নির্ভর করে। 

গবেষণায় দেখা গেছে, কাজের সময় আনন্দদায়ক কোনো গান শুনলে তা ভাল চিন্তা করতে সাহায্য করে। সেইসঙ্গে সৃষ্টিশীল কাজের গতি বাড়ায়। গবেষণা আরো বলছে, যারা হিসাবজনিত কাজ করেন গান শুনলে তাদের কোনো উপকার হয় না। কারণ সেখানে যুক্তি ও হিসাব মেলানোর বিষয় থাকে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলছেন, কাজের সময় যারা গান শোনেন তারা অন্যদের চেয়ে দ্রুত কাজটি শেষ করতে পারেন। এছাড়া তারা অন্যদের চেয়ে ভাল পরামর্শও দিতে পারেন। 

গবেষকরা অবশ্য এটাও বলছেন, কাজ করার সময় সঠিক গানটি নির্বাচন করলে সেটা কাজের গতিশীলতা বাড়াবে। যেমন- কেউ যদি কাজের সময় কঠিন কিংবা অচেনা কোন সুর শোনে তাহলে সেটা কাজের থেকে তার মনোযোগ দূরে সরিয়ে দেয়। তখন শ্রোতা গানটিতে কী ম্যাসেজ দিচ্ছে সেটা শোনার জন্য মনোযোগী হবে। একইভাবে কোনো গান প্রথমবার শুনলে কাজ করার চেয়ে গানটিই আপনাকে বেশি আকর্ষণ করবে।
 
যারা গান শুনতে শুনতে কাজ করতে পছন্দ করেন গবেষকরা তাদেরকে কঠিন, উচ্চ ভলিউমে গান শোনার চেয়ে হালকা ধরনের গান কিংবা প্রাকৃতিক শব্দ আছে এমন ধরনের গান শোনার পরামর্শ দিয়েছেন। গবেষকরা আরো বলছেন, যারা কর্মক্ষেত্রে গান শুনতে পছন্দ করেন তাদের অফিসে ঢুকে কাজ শুরুর আগে গান শোনা উচিত। আবার কাজের যখন বিরতি থাকবে তখন গান শুনতে পারেন। আসলে গান একেক জনের উপর একেক ধরনের প্রভাব ফেলে। গবেষণায় এটাও দেখা গেছে, এমন অনেকেই আছেন যারা সম্পূর্ণ নীরবে বসে অনেক সৃষ্টিশীল কাজ করতে পারে।