মেয়র আতিকুলের সঙ্গে বৈঠকে শিক্ষার্থীরা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০০ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ফের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের সঙ্গে তার ভবনে বৈঠকে বসেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী আবরাব নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের দাবি-দাওয়া বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা তুলে ধরার কথা রয়েছে এ সভায়।
বৈঠকে বিইউপি বিশ্ববিদ্যালয়ের ২৪ জন, এনএসইউ ৩ জন, আইইউবি ৪ জন, ইউআইইউ ২ জন, মোট ৩৩ শিক্ষার্থী আছেন। অন্যদিকে, বৈঠকে ডিএনসিসির পক্ষ থেকে প্রধান প্রকৌশলী, সিইও, ডিসি উত্তর ও দক্ষিণ ট্রাফিক, বিআরটিএ এর চেয়ারম্যান, ডিরেক্টরসহ বিভিন্ন কমর্কর্তা উপস্থিত আছেন।
গত ১৯ মার্চ প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত বাসের ধাক্কায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। এরপর রাস্তা অবরোধ করে আন্দোলনে নামেন বিইউপি শিক্ষার্থীরা। আন্দোলনের দ্বিতীয় দিন শিক্ষার্থীদের সঙ্গে প্রথম বৈঠকে বসেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। সে সময় মেয়রের আশ্বাসে আজ ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করে বিইউপির শিক্ষার্থীরা।
