সেই ম্যালকমের দাম ৭০ মিলিয়ন ইউরো চাইছে বার্সা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

হায়রে নিয়তি! গত জুলাইয়ে কি অভিনব কায়দাতেই না ম্যালকম ছিনতাই করেছিল বার্সেলোনা। কেড়ে এনেছিল এএস রোমার মুখের গ্রাস। বছর না ঘুরতেই এই ব্রাজিলিয়ানের ওপর থেকে মুগ্ধতার মোহ কেটে গেছে বার্সেলোনার। প্রত্যাশা পূরণ না হওয়ায় ব্রাজিলিয়ান তরুণকে এখন বার্সেলোনা বিক্রি করে দিতে চাইছে। তবে বিক্রির নিলামে তুললেও লাভের টাকা গোনার বিষয়ে বার্সেলোনা বেজায় সচেতন।
বিশাল অঙ্কের লাভের আশায় বার্সা ২২ বছর বয়সী ম্যালকমের জন্য হাঁকিয়ে বসেছে চড়া দাম। ঝুলিয়ে দিয়েছে ৭০ মিলিয়ন ইউরোর প্রাইস-ট্যাগ। বার্সেলোনা স্পষ্ট করেই বলে দিয়েছে, ম্যালকমকে নিতে হলে পাক্কা ৭০ মিলিয়ন ইউরোই লাগবে।
গত জুলাইয়ে ব্রাজিলিয়ান এই তরুণ উইঙ্গারকে বার্সেলোনা কিনেছে ৪১ মিলিয়ন ইউরো দিয়ে। মানে তাকে ৭০ মিলিয়ন ইউরোয় বিক্রি করতে পারলে এক বছরেই বার্সেলোনার লাভ হবে ২৯ মিলিয়ন ইউরো। স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কার অবশ্য দাবি, ম্যালকমকে চাহিদা মতো ৭০ মিলিয়নে বিক্রি করতে পারলে বার্সেলোনার আসলে লাভ নাকি হবে ৩২ মিলিয়ন ইউরো।
কারণ, কেনার চুক্তিটা ৪১ মিলিয়ন ইউরোর হলেও বার্সেলোনাকে নাকি গুণতে হয়েছে ৩৮ মিলিয়ন ইউরো। বাকি ৩ মিলিয়ন ইউরো ফরাসি ক্লাব বোর্দোকে দেওয়ার কথা ছিল শর্ত সাপেক্ষে। কিন্তু ন্যু-ক্যাম্পে ম্যালকম প্রথম মৌসুমে সেই শর্ত পূরণ করতে পারেনি। ফলে বোর্দোও শর্তের বাকি টাকাটা পাচ্ছে না!
যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। গত জুলাইয়ে ব্রাজিলিয়ান এই তরুণকে কেনার কথা ছিল এএস রোমার। বোর্দোর সঙ্গে চুক্তির কথা-বার্তা সবকিছুই পাকা করে ফেলেছিল রোমা। ম্যালকমের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমানের টিকিটও পাঠিয়ে দিয়েছিল রোমা। এমনকি ব্রাজিলিয়ান তারকাকে অভ্যর্থনা জানানোর জন্য রোমার সমর্থকেরা বিমান বন্দরে অপেক্ষাও করছিল।
কিন্তু ম্যালকমের বিমান শেষ পর্যন্ত রোমে যায়নি। নাক ঘুরিয়ে তাকে বহনকারী বিমান ল্যান্ড করে বার্সেলোনায়। শেষ মূহূর্তে অন্যায় পথে রোমার মুখের গ্রাস কেড়ে নেয় বার্সেলোনা। রোমার চেয়ে বেশি টাকা দেওয়ার লোভে ফেলে বোর্দোকে রাজি করিয়ে ফেলেছে বার্সা। ম্যালকমও স্বপ্নের বার্সেলোনার আচমকা প্রস্তাব পেয়ে এক বাক্যে রাজি হয়ে যান। ফলে তিন পক্ষ মিলেই নীতি-নৈতিকতার তোয়াক্কা না করে সেরে ফেলে চুক্তি।
কিন্তু বছর পার না হতেই সেই ম্যালকমকে বিক্রি করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বার্সেলোনা। বয়স মাত্রই ২২। ফলে বার্সেলোনা কোচ ম্যালকমকে নিয়মিত খেলানোর ঝুঁকিটা নেননি। মৌসুমের এ পর্যন্ত ব্রাজিলিয়ান তরুণকে তিনি খেলিয়েছেন মাত্র ১৫টি ম্যাচে। এর মধ্যে লিগে খেলিয়েছেন মাত্র ৮ ম্যাচে।
তবে ম্যাচগুলোতে খেলেছেন, তাতেও ক্লাবের প্রত্যাশাটা সেভাবে পূরণ করতে পারেননি ব্রাজিল তরুণ। সব মিলে ১৫ ম্যাচে করেছেন মাত্র ৩টি গোল। এই পারফরম্যান্স দিয়ে কি আর বিশ্বসেরা বার্সেলোনায় নিজের জায়গা পাকা করা যায়! বার্সা তাই বিক্রির নিলামে তুলতে যাচ্ছে তাকে। তবে,মোটা দাগের লাভ নিশ্চিত হলেই কেবল বিক্রি করা হবে। নচেৎ নয়।