বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

২০০৯-১০ মৌসুমের খরচের রেকর্ড ভেঙে দেবে রিয়াল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

জিনেদিন জিদান নতুন করে কোচের দায়িত্ব নেওয়ার দিন তিনেক পরই এদের মিলিতাওয়ের সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। এফসি পোর্তোর এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার রিয়ালের সভাপতি হিসেবে ফ্লোরেন্তিনো পেরেজের দ্বিতীয় মেয়াদে ৪৮তম চুক্তি। মানে ২০০৯ সালে দ্বিতীয়বারের মতো সভাপতি হওয়ার পর থেকে তাকে নিয়ে মোট ৪৮ জন খেলোয়াড় কিনেছেন পেরেজ।

আগামী গ্রীষ্মেই পেরেজের এই ক্রয় সংখ্যাটা ৫০-৫৫ ছাপিয়ে ৬০-এ গিয়ে ঠেকতে পারে। নতুন খেলোয়াড় কেনায় ২০০৯-১০ মৌসুমের খরচের রেকর্ড যে ভেঙে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন পেরেজ।

সাফল্য পিপাসু পেরেজ দায়িত্বে থাকা মানেই দলবদলে চমক। ২০০১ সালে প্রথমবার রিয়ালের সভাপতি হয়েই ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিলেন পেরেজ। লুইস ফিগো, জিনেদিন জিদান, রোনাল্ডো, ডেভিড বেকহাম, মাইকেল ওয়েনদের মতো বিশ্ব তারকাদের কিনে দলে সূচনা করেছিলেন ‘গ্যালাকটিকো’ যুগের।

তবে পেরেজ খেলোয়াড় কেনায় সবচেয়ে বড় চমকটা দেন ২০০৯-১০ মৌসুমে দ্বিতীয় মেয়াদে রিয়ালের সভাপতি নির্বাচিত হওয়ার পর। দায়িত্ব পেয়েই পেরেজ রিয়ালে প্রতিষ্ঠিত করেন দ্বিতীয় ‘গ্যালাকটিকো’ যুগ! ওই এক মৌসুমেই কেনেন ক্রিস্তিয়ানো রোনালদো, কাকা, করিম বেনজেমা, জাবি আলোনসো, রাউল আলবিওলসহ মোট ৭ জন নতুন খেলোয়াড়। ৭ জনকে কেনার জন্য রিয়ালের মোট খরচ হয় ২৫৫.৫ মিলিয়ন ইউরো। তৎকালীন বাজারেই খরচটা এতো। বর্তমানের চড়া বাজার হলে খরচের অঙ্কটা কোথায় গিয়ে ঠেকত একবার কল্পনা করুণ!

যাই হোক, নতুন খেলোয়াড় কেনায় এক মৌসুমে এখনো পর্যন্ত রিয়ালের সর্বোচ্চ খরচের রেকর্ড ওটাই। স্পেনের গণমাধ্যমের খবর, এবার নিজের সেই রেকর্ড ভেঙে দেওয়ার পরিকল্পনাই হাতে নিয়েছে রিয়াল। স্পেনে এমন গুঞ্জনও ভাসছে, কোচ জিদান যাকেই কিনতে চাইবেন, পেরেজের পরিচালনা পরিষদ তাকেই কিনে দেবে! টাকার কথা ভাববে না!

কিলিয়ান এমবাপে

কিলিয়ান এমবাপে

পেরেজ একবার কোনো সিদ্ধান্ত নিলে, সেটি তিনি করেই ছাড়নে। এটা সবারই জানা। তারকা খেলোয়াড় কেনায় তার কোনো কার্পণ্য নেই। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১.২ বিলিয়ন ইউরোর খেলোয়াড় কিনে পেরেজ তার প্রমাণও দিয়েছে।

যদিও ২০১৩ সালে ক্লাব রেকর্ড ১০৫ মিলিয়ন ইউরোয় গ্যারেথ বেলকে কেনার পর থেকে বড় কোনো তারকাকে দলে ভেড়ায়নি রিয়াল। তবে পেরেজ এবার সেই ‘না কেনার অপবাদ’ একবারে মুছে ফেলতে চাইছেন। রক্ষণভাগ, মাঝমাঠ, আক্রমণভাগ প্রতিটা বিভাগেই অন্তত দুজন করে তারকা খেলোয়াড় কেনার পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এমনকি পছন্দের খেলোয়াড়দের পটাতে পারলে প্রতি বিভাগে নাকি ৩-৪ জন করেও কিনতে পারে!

কাকে কাকে কেনা যায়, তার একটা সম্ভাব্য তালিকাও তৈরি করেছে রিয়াল। প্রাথমিকভাবে পছন্দ করেছে ২৫ জনকে! যাচাই-বাছাইয়ের পর সেই ২৫ জনের সঙ্গেই নাকি তলেতলে যোগাযোগ করা শুরু করে দিয়েছে। তবে ২৫ জনের মধ্যে রিয়ালের এক নম্বর টার্গেট এখন কিলিয়ান এমবাপে।

পেরেজের এক নম্বর পছন্দের তালিকায় আগে ছিলেন নেইমার। কিন্তু ক্লাব সমর্থকদের চাওয়া মেনেই কিনা পেরেজের পছন্দের লিস্টে নেইমারের পরিবর্তে এক নম্বরে উঠে এসেছেন তারই ক্লাব সতীর্থ এমবাপে। রিয়ালের ৭৬ শতাংশ সমর্থক চান ফ্রান্সের বিস্ময়বালক এমবাপেকে। ফলে পেরেজের পছন্দটাও বদলে গেছে।

এখন এমবাপেকে কেনার ব্যাপারেই বেশি প্রাধান্য দিচ্ছেন। স্পেনের অন্য একটি গণমাধ্যমের খবর, ২০ বছর বয়সী এমবাপেকে নাকি এরই মধ্যে পটিয়েও ফেলেছে রিয়াল। এমবাপে নাকি ক্লাব পিএসজিকে বলে দিয়েছেন চুক্তির বিষয়ে রিয়ালের সঙ্গে কথা বলার জন্য!