ওয়ালটন মিস্টার ঢাকা উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতা শুরু শুক্রবার
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৩৫ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী ‘সেলিম আল-মাহমুদ প্রেজেন্টস ওয়ালটন মিস্টার ঢাকা উন্মুক্ত শরীরগঠন এবং ফিজিক চ্যাম্পিয়নশিপ-২০১৯।’ জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ২৯ মার্চ শুরু হয়ে ৩১ মার্চ চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ বৃহস্পতিবার দুপুরে অলিম্পিক ভবনের ডাচবাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), আয়োজক সাউথ পয়েন্ট ফিটনেস জোনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম খান নাঈম, ফেডারেশনের সাধারণ সম্পাদক সাবেক মি. বাংলাদেশ মো. নজরুল ইসলাম, পাওয়ার স্পন্সর মাল্টি স্পোর্টস, কো-স্পন্সর জিএনসি ও অন্যান্য কো-স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
এবারের এই প্রতিযোগিতায় ১০০টি ক্লাব ও সংস্থার ২৫০ জন শরীরগঠনবিদ অংশ নিবেন। মিস্টার ঢাকা ছয়টি ওজন শ্রেণিতে অনুষ্ঠিত হবে। ওজন শ্রেণিগুলো হল ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০ ও ৮০+ কেজি। আর ফিজিকে উ”চতা অনুযায়ী তিনটি ক্যাটাগোরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেগুলো হল ১৬৬ সে.মি, ১৭০ সে.মি ও ১৭০+ সে.মি। প্রতিযোগিতার প্রাইজমানি ২ লাখ ৭০ হাজার টাকা।
মিস্টার ঢাকার প্রত্যেক ওজন শ্রেণির প্রথম স্থান অর্জনকারী মেডেল, স্ট্যাচু, সনদপত্র ও ১৫ হাজার টাকার ক্যাশ অ্যাওয়ার্ড। যারা দ্বিতীয় হবেন তারা পাবেন মেডেল, সনদপত্র ও ১০ হাজার টাকা। তৃতীয় স্থান অধিকারকারীরা পাবেন মেডেল, সনদপত্র ও ৫ হাজার টাকা। আর চতুর্থ থেকে ষষ্ঠ স্থান অধিকারকারীরা মেডেল, সনদপত্র ও টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
মেনস ফিজিকের উচ্চতা অনুযায়ী তিন ক্যাটাগোরির প্রথম স্থান অর্জনকারীরা মেডেল, স্ট্যাচু, সনদপত্র ও ১৫ হাজার টাকার ক্যাশ অ্যাওয়ার্ড। যারা দ্বিতীয় হবেন তারা পাবেন মেডেল, সনদপত্র ও ১০ হাজার টাকা। তৃতীয় স্থান অধিকারকারীরা পাবেন মেডেল, সনদপত্র ও ৫ হাজার টাকা। আর চতুর্থ থেকে ষষ্ঠ স্থান অধিকারকারীরা মেডেল, সনদপত্র ও টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
৩০ মার্চ সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি।