বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন -২০১৯,লোগো উন্মোচন বিকেলে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ঢাকা সেনানিবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে কোন আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট। বিকেল ৪ টায় ঢাকা সেনানিবাসে কুর্মিটোলা গলফ ক্লাবে ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন -২০১৯’ এর লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ। 

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে চারদিনব্যাপী এ টুর্নামেন্টে  ২২ দেশের সেরা গলফাররা অংশ গ্রহণ করবেন। আগামী ৩ এপ্রিল শুরু হয়ে এই টুর্নামেন্টটির পরিসমাপ্তি ঘটবে ৬ এপ্রিল। 

আয়োজক সূত্র জানায় এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হবে আগামি ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টায়। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ শামসুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

কুর্মিটোলা গলফ ক্লাবে ৬ এপ্রিল বিকেল ৩ টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 
আগামী ২রা এপ্রিল একই মাঠে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ গলফ ফেডারেশনের এক কর্মকর্তা জানান, ওয়েস্ট ইন্ডিসের সর্বকালের সেরা ক্রিকেটার গর্ডন গ্রিনিজ এই টুর্নামেন্টে অংশ নেবেন।