হোচট খেয়েও দোলেশ্বরের জয়
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:২৪ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ৩৪তম ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) ৩ উইকেটে হারিয়েছে শক্তিশালী প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে খেই হারালেও মিডল অর্ডারের দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে ফরহাদ রেজার দল।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে এদিন ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিকেএসপি। টপ অর্ডাররা ভালো শুরুর ইঙ্গিত দিলেও দোলেশ্বরের নিয়ন্ত্রিত বোলিংয়ে অলআউট হয়ে যায় ১৬০ রানে।
শুরুতে প্রান্তিক নওরোজ নাবিল ও মাহমুদুল হাসান জয় দেখেশুনে খেলার চেষ্টা করছিলেন। তাদের বিদায়ের পর শামিম হোসেন, অধিনায়ক আকবর আলী, আমিনুল ইসলাম কিংবা তানজিম হাসান সাকিবের ইনিংস দলকে বড় সংগ্রহের পথ দেখাতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান আসে নাবিলের ব্যাট থেকে। এছাড়া আকবর ২৮, জয় ২২ ও শামিম ২০ রান করেন।
দোলেশ্বরের পক্ষে আরাফাত সানি, সৈকত আলী ও এনামুল হক জুনিয়র দুটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৫০ রানের মধ্যেই টপ অর্ডারের চার ব্যাটসম্যান ইমাম উজ জামান, সাইফ হাসান, মাহমুদুল হাসান ও মার্শাল আইয়ুবকে হারায় দোলেশ্বর। তবে দলের বিপর্যয় সামাল দেন সৈকত আলী ও তাইবুর রহমান।
দুজনের দৃঢ় ব্যাটিং দলকে নিয়ে যায় জয়ের দ্বারপ্রান্তে। ৭৮ বলে ৪৩ রান করে সৈকত বিদায় নিলেও ৬টি চার ও ১টি ছক্কায় ১০৫ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তাইবুর।
সাদ নাসিম ও ফরহাদ রেজার বিদায়ের পর তাকে নিয়ে জয় নিশ্চিত করেন এনামুল হক জুনিয়র। ৩০ বল ও ৩ উইকেট হাতে রেখেই দোলেশ্বর জয় নিশ্চিত করে।
বিকেএসপির পক্ষে তানজিম হাসান সাকিব তিনটি ও নওশাদ ইকবাল দুটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
বিকেএসপি ১৬০ (৪৪.৪ ওভার)
নাবিল ৩০, আকবর ২৮, জয় ২২, শামিম ২০, সাকিব ১৭
সানি ২৯/২, সৈকত ৩৮/২, এনামুল ৩৯/২, রাহী ১৮/১
প্রাইম দোলেশ্বর ১৬৫/৭ (৪৫ ওভার)
তাইবুর ৬১*, সৈকত ৪৩, মাহমুদুল ৯, মার্শাল ৮, ফরহাদ ৮
তানজিম ৩৫/৩, নওশাদ ২৭/২, মুকিদুল ২৭/১, মুরাদ ৩১/১
ফল: প্রাইম দোলেশ্বর ৩ উইকেটে জয়ী।