লড়াই করে জিতল শাইনপুকুর
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:২২ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ৩৫তম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৮ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
সাদমান ইসলাম ও উন্মুক্ত চাঁদের দৃঢ় ব্যাটিংয়ে বৃষ্টি বিঘ্নিত ম্যাচের বড় লক্ষ্য দলটি পূরণ করে ফেলে ২৬ বল হাতে রেখে।
সাভারের বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে বৃষ্টির রোষানলে পড়ে ব্রাদার্স। বৈরি আবহাওয়ায় ইনিংসের দৈর্ঘ্য কমে আসে ৪০ ওভারে, আর তাতে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন ওপেনার জুনায়েদ সিদ্দিকী। ৮৬ বলের মোকাবেলায় ৫টি চার ও ১টি ছয়ে এই ইনিংস সাজান তিনি। এছাড়া ৪টি চারের সাহায্যে ৭৬ বলে ৫৪ রান করে চিরাগ জানি।
অন্যান্যদের মধ্যে ইয়াসির আলী ৩৯ ও মিজানুর রহমান ১৮ রান করেন।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন শরীফুল ইসলাম ও শুভাগত হোম।
বৃষ্টি আইনে ৪০ ওভারে জয়ের জন্য শাইনপুকুরের লক্ষ্য দাঁড়ায় ২৩৯ রান। উদ্বোধনী জুটিতে সাদমান ইসলাম ও সাব্বির হোসেন এনে দেন ৬১ রান। ৪টি চার ও ১টি ছয়ে ২৭ বলে ৩০ রানের কার্যকরী এক ইনিংস খেলে সাব্বির বিদায় নিলেও এক প্রান্ত আগলে খেলে যান সাদমান।
দ্বিতীয় উইকেটে ভারতীয় ক্রিকেটার উন্মুক্ত চাঁদকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন সাদমান। জুটি ভাঙে সাদমান বিদায় নিলে। তার আগে ৯টি চার ও ২টি ছক্কার মাধ্যমে ৭৭ রানের ইনিংস গড়েন ৬৯ বল মোকাবেলা করা সাদমান।
পরে তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে উন্মুক্ত জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। উন্মুক্ত ৮৩ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন, সাদমানের মত এই ইনিংসেও ছিল ৯টি চার ও ২টি ছয়। ৩৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন তৌহিদ।
সংক্ষিপ্ত স্কোর
ব্রাদার্স ইউনিয়ন ১৯৭/৫ (৪০ ওভার)
জুনায়েদ ৭৪, চিরাগ ৫৪, ইয়াসির ৩৯*, মিজানুর ১৮
শুভাগত ৩৭/২, শরীফুল ৩৮/২, শুভ ৩৯/১
শাইনপুকুর ২৩৯/২ (৩৫.৪ ওভার)
উন্মুক্ত ৯০*, সাদমান ৭৭, তৌহিদ ৩৩*, সাব্বির ৩০
শরীফউল্লাহ ৩৩/১, চিরাগ ৪৭/১
ফল: শাইনপুকুর ৮ উইকেটে জয়ী।