বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

রিকার্ভ এককের ফাইনালে রুমান সানা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

এশিয়াকাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং আরচ্যারী চ্যাম্পিয়নশিপের রিকার্ভ এককের ফাইনালে বাংলাদেশে জাতীয় আরচ্যার রুমান সানা। শনিবার স্থানীয় সময় বিকেল ০৪:৪০ মি: হতে ০৫:০০ মি: পর্যন্ত  কাজাখস্তানের ‘আব্দুললিন ইলফাত’ এর সাথে মো: রুমান সানা’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার থাইল্যান্ডে রিকার্ভ পুরুষ এককে মো: রুমান সানা সেমি-ফাইনালে ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ডের ‘থামউং উইথ্যায়া’ কে পরাজিত করে ফাইনালে উন্নীত হন।
এর আগে ১/১৬ খেলায় মো: রুমান সানা ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে ভারতের ‘সূত্রধর স্বকীর্তি’কে পরাজিত করে ১/৮ খেলায় উন্নীত হন।  ১/৮ খেলায় ৭-৩ সেট পয়েন্টের ব্যবধানে মিয়ানমারের ‘নে লিন ও’কে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন। কোয়ার্টার ফাইনালে ৭-৩ সেট পয়েন্টের ব্যবধানে রাশিয়ার ‘সাইবেকদরজিয়েভ বেয়ার’কে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হন।