শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘ দিনের: মাহাথির

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৮ এএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. তুন মাহাথির বিন মোহাম্মদের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী কর্মী নিয়োগ, অবৈধদের বৈধতা দেয়া, নির্বিঘ্নে প্রত্যাবাসন, নিরাপদ কর্ম, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, রোহিঙ্গা এবং বাংলাদেশ সফর নিয়ে আলোচনা করেন। 

মাহাথির বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক দীর্ঘ দিনের। আজকের বাংলাদেশ উন্নয়নের পথেই হাঁটছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে মেজর জেনারেল (অব.) তারিক আহমদ সিদ্দিক বলেন, বাংলাদেশের অনেকের কর্মসংস্থান হয়েছে এবং হচ্ছে- এমন সুযোগ দেয়ার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

এসময় উপস্থিত ছিলেন, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব, বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম ও দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার এয়ার কমোডর হুমায়ুন কবীর।