সাংবাদিক স্বপন মহাজন পরলোকে
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০০ এএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
প্রবীণ সাংবাদিক স্বপন কুমার মহাজন বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ছেলে ও মেয়ে রেখে গেছেন।
বুধবার বিকেলে নগরের বলুয়ারদিঘি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। স্বপন মহাজন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আজাদী, নয়াবাংলা, বাংলাদেশের স্বাধীনতা ও মিছিলসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটিসহ বিভিন্ন মহল শোক জানিয়েছে।
