বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

বিধ্বংসী ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন আন্দ্রে রাসেল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার

বর্তমানে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বিগ হিটার কে? এটা নিয়ে মতভেদ থাকলেও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল যে তাদেরই মধ্যে একজন এটা নিয়ে কারও মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। যেখানেই ব্যাট হাতে নামছেন, সেখানেই প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করে ছাড়ছেন এই ক্যারিবীয়ান অলরাউন্ডার। গত রবিবার নিজের ভয়ংকর চরিত্রটি আবারো বিশ্বের সামনে তুলে ধরেন তিনি।

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় ও কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে মাত্র ১৯ বলে ৪টি করে চার-ছক্কায় অপরাজিত ৪৯ রান করেন রাসেল। তার ব্যাটিং ঝড়ে সানরাইজার্স হায়দারাবাদের কাছ থেকে পাওয়া ১৮২ রানের টার্গেট ২ বল বাকি রেখে ৬ উইকেটে জিতে নেয় কলকাতা।

কিন্তু রাসেলের এমন ভয়ংকর ব্যাটিং-এর রহস্যটা কি? কলকাতার বিপক্ষে ম্যাচ শেষে সেই রহস্য ফাঁস করেন তিনি। মাঠের ভেতরেই একটি টিভি অনুষ্ঠানের আলোচনায় এসে রাসেল বলেন, ‘হোটেল রুমে এক ঘেয়েমি লাগলেই ৩০০টা করে পুশ-আপ দিয়ে থাকি। এই ধরনের কসরত আমাকে অনেক বেশি উজ্জীবিত করে তোলে।’