বেশিদিন বেঁচে থাকতে আপেল নয় চুমু খান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার

চুমুতে অ্যালার্জি থাকে না, কিন্তু ডিম, চিংড়ি, মাংস অনেক কিছুতে অ্যালার্জি থাকে। বরং চুমু রক্তে অ্যালার্জি প্রতিরোধক অ্যান্টিবডি তৈরি করে। ফলে চোখ বা নাক দিয়ে পানি পড়া এবং হাঁচি বন্ধ হয়।
তেমনি প্রতিদিন একটা আপেল খাওয়ার চেয়ে প্রতিদিন প্রিয়জনকে বা পছন্দের মানুষকে একটা চুমু খেলেই ভালো ফল পাওয়া যাবে।
জীবনের যাবতীয় স্ট্রেস থেকে দূরে থাকা যায় একটা গভীর চুম্বনে। কারণ, চুমু খাওয়ার সময় আমাদের দেহ থেকে অক্সিটোসিন হরমোনের ক্ষরণ হয়। যার প্রভাবে মন রিল্যাক্সড থাকে।
হেঁটে-ছুটে-কড়া ডায়েটে থেকেও ক্যালোরি বার্ন হচ্ছে না! চিন্তা নেই। স্রেফএকটা চুমুতেই ১২০ কিলো ক্যালোরি বার্ন করা যায়।