শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

তারেকের স্থান কারাগারে : আইনমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার

তারেক রহমানকে ব্রিটেন থেকে দেশে ফিরিয়ে আনতে দুটি কারণ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের আদালত থেকে দণ্ডিত। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। তার স্থান কারাগারে।

 

মন্ত্রী আরও বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে না থেকে বিদেশে অবস্থান করছেন। তাই তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার।

 

বুধবার রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর বাসায় তার নিজ কার্যালয়ে ব্রিটেনের অ্যাম্বাসেডরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।