মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি ঊর্মিলা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৬ এএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার

অভিনয় এবং রাজনীতি সমানতালে দুই পেশা সামলেছেন, এমন উদাহরণ অনেক রয়েছে। সেই তালিকায় এবার সম্ভবত যোগ হতে চলেছে ঊর্মিলা মাতণ্ডকারের নাম। শোনা যাচ্ছে আসন্ন লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে মুম্বাই থেকে লড়াই করতে পারেন নায়িকা।

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে চাননি মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি সঞ্জয় নিরুপম। অভিনেত্রীর পরিবারের কোনো সদস্যও এ নিয়ে মুখ খুলতে চাননি।

 

কংগ্রেস সূত্রে খবর, শীর্ষ নেতৃত্বের বিবেচনায় রয়েছেন ঊর্মিলা। খুব তাড়াতাড়িই সিদ্ধান্ত জানানো হবে। মু্ম্বইয়ের ছ’টি লোকসভা আসনে নির্বাচন হবে আগামী ২৯ এপ্রিল।

মরাঠি ছবিতে শিশু অভিনেত্রী হিসেবে জার্নি শুরু করেছিলেন ঊর্মিলা। একের পর এক মেনস্ট্রিম বলিউডি ছবিতে অভিনয় করেছেন তিনি। একাধিক দক্ষিণী ছবিতেও তার পারফরম্যান্স দেখেছেন দর্শক। ইদানীং অনস্ক্রিন তাকে আর সেভাবে দেখা যায় না। সে কারণেই রাজনীতিতে সময় দিতে চান বলে মনে করছেন ফিল্ম ইন্ডাস্ট্রির একটা অংশ।