মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

হোলি পরবর্তী নখের যত্ন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

সকাল থেকে বিকেল পর্যন্ত লাল, নীল, সবুজ, হলুদ— এমন নানা রঙে ঢাকা পড়বে নিজেদের আসল চেহারা। কয়েক ঘণ্টা রঙ খেলার পর একেক জনকে চেনাই কষ্টকর হয়ে দাঁড়াবে। কিন্তু রঙের খেলায় যে যত মাতবেন, ওই রঙ তোলার সময় তাকে তত বেশি ভুগতে হবে। ক্ষতিকর রাসায়নিক মেশানো রঙের প্রভাবে চুল, ত্বক এমনকি চোখেরও মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে। কিন্তু তাই বলে কি দোল খেলবেন না? নিশ্চয়ই খেলবেন। কিন্তু এই খেলায় মেতে ওঠার আগে নিজেকে মুড়ে ফেলুন সুরক্ষার চাদরে। জেনে নিন দোলে রং খেলার আগে কী কী আগাম সতর্কতা অবলম্বন করা জরুরি।

 

 

রঙের খেলায় মেতে ওঠার আগে সারা শরীরে ভালো করে নারকেল তেল মেখে নিন। এর ফলে শরীর থেকে রঙ তোলা অনেকটাই সহজ হবে।

নেইল পেইন্ট রিমুভারঃ নেইল পলিস রিমুভার ব্যবহার করুন এবং নখ থেকে ঘষে সব রঙ তুলে ফেলুন। হালকা করে সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে পরিষ্কার করুন।

সী সল্ট মিশ্রণ: বালতির মধ্যে ঈষদুষ্ণ জল নিয়ে তাতে অল্প সামুদ্রিক লবণ নিয়ে হাত ও পা দুটো ভেজান। অতিরিক্ত কোনো রঙ লেগে থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে।

এছাড়া রঙ তোলার জন্য ঘরে বসেই পেডিকিউর করে নিতে পারেন।

যা যা লাগবে:

হাত ও পায়ের গোড়ালি ডোবে এমন একটি বড় বাটি ব্রাশ নেইল কাটার ফাইলার বাফার কিউটিকল কাটার শ্যাম্পু অথবা তরল সাবান নেল পলিশ রিমুভার পেট্রোলিয়াম জেলি/লোশন লেবু এবং চালের গুঁড়া, শসা গাজরের রস মিশিয়ে বানানো স্ক্রাব।

যেভাবে করবেন:

-প্রথমে নেইলপলিশ লাগানো থাকলে তা উঠিয়ে ফেলুন।

-গামলায় কুসুম গরম পানি নিয়ে এতে কিছু শ্যাম্পু মেশান। এরপর এতে ৫ মিনিট হাত ও পা ভিজিয়ে রাখুন। পায়ে ব্যথা থাকলে পানিতে একটু লবণ ছিটিয়ে নিন।

-এরপর পা মুছে নখ কেটে নিন। কিউটিকলে সমস্যা থাকলে কিউটিকল কাটার দিয়ে সাবধানে অতিরিক্ত কিউটিকল সরিয়ে নিন।

-এবার ঝামাপাথর দিয়ে পায়ের নিচে ও গোড়ালি ঘষে নিন। এতে করে পায়ের মরা চামড়া উঠে যাবে।

-এরপর নখে পেট্রোলিয়াম জেলি মেখে আবার ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর ম্যাসাজ করে পরিষ্কার করে নিন। একটি শুকনা তোয়ালা দিয়ে পা মুছে ফেলুন।

এরপর আসবে স্ক্রাবের পালা। প্রথমে পায়ে স্ক্রাব মেখে রাখুন তিন মিনিট। তারপর ম্যাসাজ করে নিন দুই মিনিট, তারপর ব্রাশ দিয়ে ঘষে পানিতে ধুয়ে ফেলুন।

-আবার পা ধুয়ে এবার নখে ও আঙুলে লেবুর রস মেখে পরিষ্কার করে নিন। নখ চকচকে করতে বাফার ঘষে নিতে পারেন। সবশেষে পা ধুয়ে মুছে ময়েশ্চারাইজার বা লোশন লাগিয়ে নিন।

ব্যাস হয়ে গেল পেডিকিওর। ঠিক একই ভাবে হাতেও সেরে নিন মেনিকিউর। আর আপনার হাত ও নখও মুক্তি পাবে হলির রঙ ও আবিরের দাগ থেকে।

দোলে চেষ্টা করুন হার্বাল রঙ আর আবিরের ব্যবহার করতে। যত কম রাসায়নিকযুক্ত রঙ ব্যবহার করবেন তত কম থাকবে ক্ষতির আশঙ্কা।