শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

কাঁচের জিনিস পরিষ্কার করার কিছু টিপস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২১ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

শখ করে কাঁচের তৈরি জিনিসপত্র কিনে আনলেন। ভাবছেন এতে ঘরে আভিজাত্যভাব আসবে। কাঁচের জিনিস এনে ঘরে রাখলেই হবে না। বা ইচ্ছেমতো ব্যবহার করবেন তা হবে না। এরও চাই নিয়মিত যত্ন। নিয়মিত পরিষ্কার করে ব্যবহার করলে দেখতে যেমন ঝকঝকে হবে, তেমনি টিকবেও অনেকদিন।

 

কাঁচের তৈরি শৌখিন জিনিস বা তৈজসপত্র ঘরে আনে আভিজাত্য। তবে ব্যবহারের পাশাপাশি এর প্রয়োজন নিয়মিত যত্ন। ভালোভাবে পরিষ্কার করে রাখলে জিনিসটি দেখতে যেমন ঝকঝকে তকতকে লাগে, আবার অনেক দিন টিকেও থাকে।

কীভাবে যত্ন নেবেন:

যেকোনো ধরনের কাচ পরিষ্কার করার জন্য নরম পাতলা পরিষ্কার কাপড় বেছে নিন।

সপ্তাহে অন্তত একদিন লিকুইড ক্লিনার দিয়ে পরিষ্কার করা করুন।

লিকুইড ক্লিনার দিয়ে পরিষ্কার করে মোছার পর আবার শুকনো কাপড় দিয়ে মুছতে হবে।

কাচের জিনিসপত্র পরিষ্কার করার ক্ষেত্রে ডিটারজেন্ট মেশানো পানি কিংবা লিকুইড ক্লিনার ব্যবহার করুন।

শুকনো কাপড় দিয়ে কাচের আসবাবপত্রে ধুলাবালি মুছতে হবে।

ব্যবহারের আগে পাতলা কাপড় বা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে।

সপ্তাহে অন্তত একদিন লিকুইড ক্লিনার দিয়ে পরিষ্কার করা যেতে পারে। লিকুইড ক্লিনার দিয়ে পরিষ্কার করে মোছার পর আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে।

যেকোনো ধরনের কাঁচ পরিষ্কার করার জন্য অবশ্যই নরম পাতলা পরিষ্কার কাপড় দিয়ে মুছতে হবে।

কাঁচের তৈজসপত্র পরিষ্কার করার ক্ষেত্রে ডিটারজেন্ট মেশানো পানি কিংবা লিকুইড ক্লিনার ব্যবহার করা যেতে পারে। সে ক্ষেত্রে ব্যবহার্য জিনিস ধোয়ার পর পরিষ্কার করে মুছে রাখতে হবে কিংবা বাতাসে শুকাতে হবে, তা না হলে দাগ পড়ে যেতে পারে।

কাঁচের আসবাব পরিষ্কার করার ক্ষেত্রে প্রথমে অবশ্যই শুকনো কাপড় দিয়ে ধুলো মুছে নিতে হবে। নাহলে পরিষ্কার হওয়ার পরিবর্তে কাঁচের ওপর কাদা কাদা ভাব দেখা যেতে পারে।

তৈজসপত্র ব্যবহারের আগে একবার পাতলা কাপড় বা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে।

যেকোনো ধরনের কাঁচ নরম কাপড় দিয়ে পরিষ্কার করে মুছতে হবে, তা না হলে কাঁচের ওপর আঁচড় পড়ে যেতে পারে।

কাঁচের ফটোফ্রেমগুলোয় সব সময় লিকুইড দিয়ে পরিষ্কার না করলেও পাতলা পরিষ্কার কাপড় দিয়ে মুছতে হবে।

সাবধানতা:

লিকুইড ক্লিনার দিয়ে প্রথমবার পরিষ্কার করার পর পাতলা কাপড় দিয়ে মুছে প্রয়োজনে কাপড়টা নিংড়ে নিয়ে দ্বিতীয়বার মুছতে হবে, যাতে কাঁচে আঠা আঠা ভাব লেগে না থাকে।

কাঁচের তৈজসপত্র পরিষ্কারের ক্ষেত্রে সাবধান থাকতে হবে, যাতে হাত থেকে পড়ে ভেঙে না যায়।