মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিয়ের ছয় মাসের মধ্যেই বিচ্ছেদ ঘটেছিল তানিয়ার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

টিভি অভিনেত্রী তানিয়া বৃষ্টি বিয়ে ৬ মাসও স্থায়ী হয়নি। অস্ট্রেলিয়া প্রবাসী স্বামী সাব্বির চৌধুরীর সঙ্গে বিয়ে হয়েছিল তানিয়ার। তাদের বাগদান হয়েছিল ২০১৭ সালের ৩০ জুন। প্রায় ১ বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন তানিয়া বৃষ্টি।

 

গণমাধ্যমকে তিনি জানান, পারিবারিকভাবেই সবকিছু হয়েছে। আমরা এখন আলাদা থাকছি। আমি যখন বিয়ে করি তখনও কাউকে বলিনি। তাই বিচ্ছেদের বিষয়েও কিছু জানাইনি। ব্যক্তিগত ব্যাপারে কিছুই বলতে চাইনি।

২০১২ সালে ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ জগতে প্রবেশ করেন তানিয়া বৃষ্টি। ‘ঘাসফুল’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।