স্বাধীনতা দিবস হ্যান্ডবলের ফাইনাল মঙ্গলবার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৩ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

পুরুষ ও মহিলা বিভাগের ফাইনালের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হবে স্বাধীনতা দিবস হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ।
পুরুষ বিভাগের ফাইনালে খেলবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ এবং মহিলা বিভাগের ফাইনালে মুখোমুখি হবে বিজেএমসি ও বাংলাদেশ আনসার।
সোমবার টুর্নামেন্টের দুটি ম্যাচ হয়েছে। মহিলা বিভাগে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ১৮-১২ গোলে কোয়ান্টাম ফাউন্ডেশনকে এবং পুরুষ বিভাগে কোয়ান্টাম ফাউন্ডেশন ৩৪-৩২ গোলে বাংলাদেশ আনসারকে পরাজিত করে।
পল্টন ময়দান সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন দেশের সিনিয়র দাবাড়ু আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ।
পুরুষ বিভাগের ফাইনাল শুরু হবে দুপুর ২ টায়। মহিলা বিভাগের ফাইনাল বিকেল সাড়ে ৩ টায়।