মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

স্বামী রাজের ছবি দিয়েই ফিরছেন শুভশ্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

কল‌কাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় গেলো বছর গাঁটছড়া বাঁধেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। তারপর রাজ কাজে ফিরলেও শুভশ্রী এতদিন মন দিয়ে সংসার করছিলেন। সময় দিচ্ছিলেন পরিবারকে। এবার তার ফ্লোরে ফেরার সময়।  ফিরছেন স্বামী রাজের ছবি দিয়েই।

এবার এই নায়িকা অভিনয় করতে চলছেন রাজ চক্রবর্তী প্রোডাকশনের ছবি ‘পরিণীতা’। সোমবার হল এর শুভ মহরত অনুষ্ঠিত হয়। বিয়ের পরে এই ছবির মাধ্যমেই অনস্ক্রিন দেখা যাবে এই নায়িকার। 

 

সোশ্যাল মিডিয়ায় মহরতের ছবি শেয়ার করে রাজ জানিয়েছেন, রাজ চক্রবর্তী প্রোডাকশনের তৃতীয় ছবি ‘পরিণীতা’। শুভশ্রী ছাড়াও ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, আদৃতের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে এই ছবি। পরিচালনার দায়িত্বে রাজ স্বয়ং। গল্প লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। 

সর্বশেষ ‘রসগোল্লা’ সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী। গত বছরের ২১ ডিসেম্বর মুক্তি পায় এটি। পাভেল পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেন-উজান গাঙ্গুলি, আবন্তিকা বিশ্বাস, খরাজ মুখার্জি, কৌশিক সেন, রজতাভ দত্ত প্রমুখ। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। এতে তার সঙ্গে অভিনয় করছেন দেব। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। 

এছাড়াও কন্নড় ভাষার ‘বচ্চন’ সিনেমার রিমেক হচ্ছে টলিউডে। নাম ঠিক না হওয়া সিনেমাটিতেও অভিনয় করবেন শুভশ্রী। এতে জিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন এই অভিনেত্রী।