মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রেক্ষাগৃহে আসছে ‘প্রতিশোধের আগুন’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৮ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

মুক্তি পাচ্ছে মোহাম্মদ আসলাম পরিচালিত চলচ্চিত্র ‘প্রতিশোধের আগুন’। এই চলচ্চিত্রটির মাধ্যমে প্রথমবারেরমত বড় পর্দায় দেখা যাবে নবাগত নায়িকা মৌ খানকে। ৫ এপ্রিল এপ্রিল চলচ্চিত্রটি পেক্ষাগৃহে মুক্তি পাবে বলে ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন মৌ খান।

 

তিনি বলেন, ‘প্রতিশোধের আগুন’ আমি এ পর্যন্ত তিনটি চলচ্চিত্রের কাজ শেষ করেছি। এর মধ্যে ‘প্রতিশোধের আগুন’ সবার প্রথমে এবং বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হচ্ছে ৫ এপ্রিল। এটা আমার জন্য খুবই খুশির খবর। আর এর মাধ্যেমে আমাকে প্রথমবারেরমত বড় পর্দায় দেখতে পাবেন দর্শক। বিষয়টি ভাবতেই ভালো লাগছে।

 

 

মৌ আরো বলেন, ‘আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি। আশাকরি চলচ্চিত্রটিতে আমার অভিনয় দর্শকদের ভালো লাগবে। ’

‘প্রতিশোধের আগুন’ প্রযোজনা করেছেন কাজী মো: ইসলাম মিয়া। এতে মৌ খান ছাড়া আরও অভিনয় করেছেন, ড্যানি সিডাক, সাদেক বাচ্চু, শাহ রিয়াজ, জায়েদ খান, রেবেকা, সুব্রত প্রমুখ।