বিএনপি টিকে থাকার মতো কাজ করছে না: তথ্যমন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১১ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
সরকার বিএনপি এবং ঐক্যফ্রন্টকে ভাঙতে চেষ্টা করছে-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ অভিযোগ প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আসলে ঐক্যফ্রন্ট হল তেল এবং পানির মিশ্রনের মতো। এটিকে ভাঙার কোন প্রয়োজন এবং উদ্যোগ কোনোটারই প্রয়োজন নেই। আমরা চাই বিএনপি টিকে থাকুক, এবং গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যহত থাকুক। কিন্তু তারা টিকে থাকার মতো কাজ করছে না।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপির মধ্যে সিদ্ধান্ত নেয়ার সামর্থ্যের অভাব রয়েছে। তারা জাতীয় নির্বাচনে অংশ নিয়েও পালিয়ে গেছে। এই পরিস্থিতি বিএনপিকে দুর্বল করে ফেলছে এবং জনগণ থেকে আলাদা করে ফেলছে। তাদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা এক সময় গণমুখী দল ছিল, এখন তারা কি গণমুখী দল থাকবে নাকি তারা গণবিচ্ছিন্ন দল হয়ে থাকবে।
উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবারের উপজেলা নির্বাচন আগের তুলনায় অনেক বেশি ভাল হয়েছে। ভোটার উপস্থিতি একটু কম ছিল, তবে বিএনপি নির্বাচনে অংশ নিলে ভোটার উপস্থিতি কিছুটা বেশি হতো। তবে তারপরও ভোটার উপস্থিতি একেবারে কম নয়।
মন্ত্রী বলেন, এবার উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৪০ শতাংশের বেশি। আমি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, তারা এটা বলেছে। বিএনপি অংশ নিলে নিশ্চই আরো বেশি ভোটার উপস্থিতি হতো। তবে বিএনপি যেভাবে নির্বাচন থেকে পালিয়ে বেড়াচ্ছে তাতে তাদের রাজনীতি থেকে একেবারেই পালাতে হয় কিনা তা নিয়ে শঙ্কা হচ্ছে।
