থেরেসা মে’র ক্ষমতাচ্যুতি চান বৃটিশ এমপিরা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:০৬ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছেন তার নিজ দলের মন্ত্রীরা। তার দল ক্ষমতাসীন কন্জারভেটিভ পার্টি’র কয়েকজন প্রভাবশালী নেতা বলেছেন, তিনি পদত্যাগের প্রতিশ্রুতি দিলেই অনিচ্ছা সত্ত্বেও তার চুক্তি অনুমোদন করতে পারেন তারা।
এর আগে শনিবার লন্ডনের রাজপথে ১০ লক্ষাধিক মানুষ ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় গণভোটের দাবিতে বিক্ষোভ করেন। এই অবস্থায় থেরেসা মে’র বিরুদ্ধে কয়েকজন মন্ত্রী যে প্রচেষ্টা নিয়েছেন তাকে মন্ত্রীপরিষদের অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করছে বৃটিশ গণমাধ্যম।
বলা হচ্ছে, এমন অভ্যুত্থান বা পরিকল্পনার কারণে থেরেসা মে’র জন্য ১০ নং ডাউনিং স্ট্রিটের দিন ফুরিয়ে এসেছে। আগামী কয়েক দিন পরই তাকে ছাড়তে হতে পারে ১০ নং ডাউনিং স্ট্রিট।
দ্য সানডে টাইমস জানিয়েছে, থেরেসার ডি ফ্যাক্টো ডেপুটি ডেভিড লিদিংটনকে তার বিকল্প হিসেবে এগিয়ে রাখা হচ্ছে। তিনি ব্রেক্সিট বিরোধী হিসেবে ভোট দিয়েছেন। দ্য সানডে টাইমসকে দলটির ১১ জন মন্ত্রী বলেছেন, তারা চান প্রধানমন্ত্রী থেরেসা মে পদ থেকে সরে দাঁড়ান যাতে এই পদে নতুন কাউকে বসানোর পথ তৈরি হয়।
আরেক বৃটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ব্রেক্সিটপন্থী পরিবেশ সম্পাদক মাইকেল গোভকে ঐকমত্যের ভিত্তিতে বাছাই করা হয়েছে।