ডিপিএলে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:০২ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার

ঢাকা প্রিমিয়ার লিগে মৌসুমে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান।
সোমবার সকাল ৯ টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
শেষ ম্যাচে দু’দলই জয়ের জন্য মরিয়া। আবাহনী তারকায় ঠাসা। মাশরাফী, রুবেল, সাব্বির, সাইফুদ্দিন, কে নেই। সেরা একাদশ সাজাতেও মধুর সমস্যায় পড়তে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। অধিনায়ক সৈকতও খেলতে পারছেনা পছন্দের জায়গায়।
অন্যদিকে মোহামেডান অতটা তারকা সমৃদ্ধ নয়। তবু লিটন, শফিউল, আশরাফুলদের নিয়ে স্বপ্নের শেষ নেই সাদা কালোদের। লিগে এখন পর্যন্ত মোহামেডান হেরেছে দুই ম্যাচ। আর আবাহনী একটি।