কুমিল্লাকে হারিয়ে চ্যাম্পিয়ন ফেনী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার

ফেনীতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী জেলা দল।
রোববার বিকেলে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে শ্বাসরূদ্ধকর ম্যাচে কুমিল্লাকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক ফেনী। ফেনীর পক্ষে দুই গোল করেন সায়মন্ড, একটি গোল করেছেন প্যাট্রিক।
ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ফেনীর সরোয়ার হোসেন মনা, ম্যান অব দ্য টুর্নামেন্ট ফেনীর আবিদ হাসান আবিদ, সেরা প্রশিক্ষক ফেনীর দীপক চন্দ্র নাথ, সেরা ম্যানেজার মান্দরবানের মো. নাসির উদ্দিন, সর্বোচ্চ গোলদাতা নোয়াখালীর মাহবুবুল ইসলাম হিমু (৩ গোল)।
ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আ.জ.ম নাসির উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী, ফেনী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড প্রেসিডেন্ট আলাউদ্দিন আহমেদ নাসিম, ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, কুমিল্লার ডিসি আবুল ফজল মীর, ফেনীর ডিসি মো. ওয়াহিদুজ্জামান, ফেনীর এসপি এস.এম জাহাঙ্গীর আলম সরকার, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়ার সংস্থা সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার প্রমুখ।