বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আইপিএলে আতাহার আলী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার

আতাহার আলী খান এখন পুরোদস্তুর ধারাভাষ্যকার হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত। 

বাংলাদেশের ম্যাচে কমেন্ট্রি বক্স মাতিয়ে রাখেন তিনি। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাভাষ্যকার হিসেবেও দেখে গেল আতহার আলীকে।

 

শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন ৫৭ বছর বয়সী আতাহার।

সাধারণত আতাহার আলীকে  ইংরেজিতেই ধারাভাষ্য দিতে দেখা যায়। তবে আইপিএলে এবার  বাংলা ভাষায় কণ্ঠ দিচ্ছেন তিনি। 

ভারতের বাংলা চ্যানেল জলসা মুভিজ সরাসরি আইপিএল সম্প্রচার করছে। আর তাতে বাংলায় ধারাভাষ্য দিচ্ছেন আতাহার আলী। এবারের পুরো আইপিএল এ জলসা মুভিজে বাংলায় ধারাভাষ্য দেবেন তিনি।

আশির দশকে ঢাকার মাঠ দাপিয়ে বেড়ানো আতাহার বাংলাদেশের হয়ে খেলেছেন ১৯টি ওয়ানডে। তাতে ২৯.৫৫ গড়ে তার রান ৫৩২। এছাড়া বল হাতে নিয়েছেন ৬ উইকেট। 

১৯৯৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসেবে নিজের ক্যারিয়ার গড়েন আতহার আলী।