ওয়ালটন সম্প্রীতি যাত্রা সাইকেল র্যালি শুরু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার

পশ্চিমবঙ্গের ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ কলকাতা থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন সম্প্রীতি যাত্রা সাইকেল র্যালি-২০১৯।’
রোববার সকালে কলকাতায় সম্প্রীতি যাত্রা সাইকেল র্যালির উদ্বোধন করেন ব্যারাকপুরের ডেপুটি পুলিশ কমিশনার শ্রী আনন্দ রায় (আইপিএস)। এ সময় উপস্থিত ছিলেন ডিএসপি সুদীপ রায়, সমাজকর্মী তরুণ ভৌমিক ও পশ্চিমবঙ্গের ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক জাতীয় ফুটবলার ও ক্রীড়া ধারাভাষ্যকার মিহির দাসসহ অন্যান্যরা।
মাদকমুক্ত সমাজ গড়ে দুই বাংলার সম্প্রীতির মেলবন্ধনকে দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই সম্প্রীতি যাত্রা ২৯ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ হবে। এবারের এই র্যালিতে বাংলাদেশ থেকে ১০ জন ও কলকাতা থেকে ১০ জন সাইক্লিস্ট অংশ নিয়েছেন।
ওয়ালটন সম্প্রীতি যাত্রা সাইকেল র্যালি কলকাতা থেকে নওগাঁ, নড়াইল-মাগুরা-রাজবাড়ী, মানিকগঞ্জ হয়ে ২৯ মার্চ ঢাকায় এসে শেষ হবে। যাত্রাপথে এই র্যালি বিভিন্ন স্কুলে সভা-সেমিনার করবে। সেখানে মাদকবিরোধী প্রচারণা চালানো হবে। ওয়ালটন গ্রুপ সাইক্লিস্টদের ট্রাকস্যুট ও জার্সি দিয়েছে।
বাংলাদেশ থেকে যে দশজন সাইক্লিস্ট র্যালিতে অংশ নিচ্ছেন তারা হলেন- খুলনার শেখ শাহরিয়ার পান্না, শহিদুল্লাহ খান শাহেদ, ফেনীর আসাদুজ্জামান নুর, লক্ষ্মীপুরের আজহারুল রামিন, কুমিল্লার মো. শরীফ, ফেনীর মো. জাকারিয়া, মাগুরার প্রদ্যুত রায়, নড়াইলের শেখ হানিফ, যশোরের নাসের রহমান রিপন ও জোবায়ের জোয়ার্দার।
এ নিয়ে তৃতীয়বারের মতো সম্প্রীতি যাত্রার সঙ্গে যুক্ত হয়েছে ওয়ালটন গ্রুপ। ওয়ালটন পরিবার তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে ও নানাভাবে মাদক ও অন্যান্য খারাপ প্রবৃত্তি থেকে দূরে রাখার চেষ্টা করছে। এই সাইকেল র্যালির মাধ্যমেও বিভিন্ন স্কুলে মাদক বিরোধী প্রচারণা চালানো হবে। ছাত্র-ছাত্রীদের সচেতন করা হবে। এই আয়োজন দুই বাংলার মানুষের মধ্যে আত্মিক সম্পর্ক গভীর করবে।