বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ইডেন গার্ডেনসে ঘণ্টা বাজালেন সাকিব

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার

ইডেন গার্ডেনসে বল মাঠে গড়ানোর আগে ঐতিহাসিক ‘ফাইভ মিনিট বেল’ বাজালেন অলরাউন্ডার সাকিব আল হাসান। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইটরাইডার্সের মুখোমুখি সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদ। টস হেরে ব্যাট করছে হায়দরাবাদ।

 

আইপিএলের গত কয়েক মৌসুম কলকাতার হয়ে খেলেছেন সাকিব আল হাসান। সেই সাকিবকে দিয়েই বাজানো হয়েছে ঘণ্টা।

ইডেন গার্ডেনসে খেলা শুরুর আগে ঘণ্টা বাজানো ঐতিহ্যের অংশ। রোববার কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের খেলার আগেও সেই ধারা বজায় রাখা হয়।

২০১৬ সালে কলকাতার ইডেন গার্ডেনের ঐতিহ্য ধরে রাখতে ঘণ্টা বাজিয়ে টেস্ট শুরুর উদ্যোগ নেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রধান সৌরভ গাঙ্গুলী। এরপর ইডেন গার্ডেনসে ম্যাচ শুরুর আগে রীতি অনুসারে ঘণ্টা বাজানো হয়।