মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রকাশ্যে চুমু খেলেন দুই নায়িকা, ভিডিও নিয়ে তোলপাড়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার

দুজনে হাজির হয়েছিলেন দোল উৎসবের এক অনুষ্ঠান। সেখানে প্রবেশের আগে হঠাৎ তাদের দেখা। একে অপরকে জড়িয়ে ধরলেন। গভীর আবেগে ঠোঁটে খেয়ে বসলেন চুমু। ক্যামেরাও ছিলো খোলা।

সেই চুম্বনের ভিডিও ধরা পড়লো অবলীলায়। আর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতেই ভাইরাল। সেই সূত্রে আলোচনা-সমালোচনার শিকার দুই নায়িকা নিয়া শর্মা ও রেহনা পণ্ডিত।

 

জানা গেছে, নিয়া এবং রেহানা ভাল বন্ধু। কয়েক বছর আগে একসঙ্গে ‘জমাই রাজা’ নামে একটি শো করতেন তারা। তাদের ফ্যাশন স্টেটমেন্টও ইন্ডাস্ট্রির আলোচনায় থাকে। আবার শপিং অথবা ডিনারেও এই দুই নায়িকাকে অনেক সময়ই এক সঙ্গে দেখা যায়।

তবে দুই নায়কিার এমন প্রকাশ্য চুম্বন যেন হজমই করতে পারছে না নেটিজেনরা। তারা ধুয়ে দিচ্ছেন সমালোচনায়। ভিডিও ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় নানা রকম কুরুচিকর মন্তব্যও সহ্য করতে হচ্ছে তাদের।

আবার অনেকে দুজনের সৎ সম্পর্ককে বাহবা দিচ্ছেন।