মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

রোনালদোর হতাশার রাতে জয় পেল জুভেন্তাস 

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ছন্দে ছুটে চলা জুভেন্তাস দারুণ এক জয় পেয়েছে। মারিও মানজুকিচের একমাত্র গোলে রোমাকে হারিয়েছে ইতালির চ্যাম্পিয়নরা। 

জুভেন্তাসের স্টেডিয়ামে শনিবার রাতে সিরি আ'য় ১-০ গোলের জয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় নিজেদের জায়গা পাকাপোক্ত করেছে শিরোপাধারীরা। আর এই হারে শিরোপা লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল রোমা।

ম্যাচে পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো অসংখ্য গোলের সুযোগ হাতছাড়া করে। বার বার চেষ্টা করেও গোলের দেখা পাননি তিনি। তবে ম্যাচের ৩৫তম মিনিটে জুভেন্তাসের হয়ে গোল করেন ক্রোয়েট তারকা মানজুকিচ। হেড থেকে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন তিনি। 

 

 

হেড থেকে গোলের মুহূর্তে ক্রোয়েট তারকা মানজুকিচ 

ম্যাচে ৬ বার গোলের সহজ পেয়েও সাফল্য ধরা দেয়নি রোনালদোর কাছে। দু'দলের খেলা শেষপর্যন্ত ১-০ গোলেই শেষ হয়। 

এই জয়ে ১৭ ম্যাচে ১৬ জয় আর এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে জুভেন্তাস সুসংহত করল শীর্ষস্থান। ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নেপোলি। আর ২৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে রোমা।