ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি সেমিনার অনুষ্ঠিত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫৩ এএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার
রাজধানীর মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে রোববার সকালে এ অনুষ্ঠান হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী তথ্য কর্মকর্তা আয়শা ছিদ্দিকা বিকেলে এ তথ্য জানান।
সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমানসহ উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রিজলিউশন ১৩২৫ এর আলোকে নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন বিষয়ে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ, করণীয়, আন্তর্জাতিক পরিমন্ডলে সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের সম্পৃক্ততা, অবদান এবং ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন।
