মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন রিয়াল 

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

ইতিহাসে এই প্রথম। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ রেকর্ড গড়ল। ফিফা ক্লাব বিশ্বকাপে রেকর্ড শিরোপা অর্জন করল তারা। শনিবারের ফাইনালে আল আইনকে ৪-১ গোলে হারিয়ে চতুর্থবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো জায়ান্টরা। চ্যাম্পিয়নস লিগের পর ক্লাব বিশ্বকাপেও হ্যাটট্রিক শিরোপা জিতল তারা।

ক্রোয়েট তারকা লুকা মদরিচের দুরন্ত গোলে শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ম্যাচের ১৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে ১-০ করেন ফিফা ব্যালন ডি'অর জয়ী ক্রোয়েট তারকা। 

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর গোল উৎসবে মেতে ওঠে তারা। ম্যাচের ৬০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস লরেন্তে। 

২-০ গোলে এগিয়ে থেকে রিয়াল আরও দুর্দান্ত হয়ে ওঠে ম্যাচে। ম্যাচের তৃতীয় গোলটি আসে কর্নার থেকে। ম্যাচের ৭৮তম মিনিটে শক্তিশালী হেডে আল আইনের জালে তৃতীয়বার বল জড়ান রিয়াল অধিনায়ক সের্হিয়ো রামোস।

৩-০ গোলে পিছিয়ে থেকে খেলা শেষ হওয়ার চার মিনিট আগে সান্ত্বনার গোল পায় আল আইন। জাপানি ডিফেন্ডার সুকাসা শিওতানি ব্যবধান কমান।

রিয়ালের বদলি খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র ইনজুরি সময়ে জোরালো শট নেন, সেটা ঠেকাতে গিয়ে ইয়াহিয়া নাদের আত্মঘাতী গোল করেন। এতেই ৪-১ গোলে এগিয়ে জায় জায়ান্টরা। 

২০১৪ সালে প্রথমবার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় রিয়াল। এবার টানা তিন শিরোপা জিতে বার্সাকে পেছনে ফেলল তারা। এনিয়ে রেকর্ড চারবার ট্রফি হাতে নিল রিয়াল ক্লাব। আর নতুন কোচ সান্তিয়াগো সোলারিকে উপহার দিল প্রথম শিরোপার স্বাদ।